Phone: +88-01811-848-126

ফসলের রোগদমনে সদাসক্রিয় প্রোপিকোনাজল প্লাস ডাইফেনোকোনাজল

Article Category: কৃষি সমস্যা ও সমাধান

প্রোপিকোনাজল ও ডাইফেনোকোনাজল মিশ্রনে তৈরী ছত্রাকনাশক প্রবাহমান,প্রতিরোধক, প্রতিষেধক ও স্পর্শক হিসেবে একসাথে কাজ করে বিধায় ফসলের রোগদমনে অত্যন্ত কার্যকর। ধানের থোড় আসার আগে এবং শীষ বের হবার ৫-৭দিন পর ১ বার অথবা রোগের লক্ষন দেখা দিলে স্প্রে করতে হবে। আমের মুকুল বের হবার ৫-৭ দিন আগে এবং মুকুল ধরার ৫-৭ দিন পর স্প্রে করতে হবে। কলার পাতায় রোগের লক্ষণ প্রকাশের সাথে সাথে এবং ১০-১২ দিন পর পর নিয়মিত স্প্রে করতে হবে। লেবু জাতীয় ফসলে লক্ষন দেখার সাথে সাথে স্প্রে করতে হবে। মরিচ ও আমের এনথ্রাকনোজ, পাউডারী মিলডিউ,কলার সিগাটোকা, ধানের সিথ ব্লাইট,লেবুর স্কেব,পিয়াজের পার্পল ব্লচ, পানের স্পট ইত্যাদি রোগের দমনে কার্যকরী সমাধান। প্রতি ১০লিটার পানিতে ২.৫ মিলিলিটার হারে প্রতিএকরে ৫০ মিলিলিটার ।

নিম্নের যে কোন একটি কোম্পানীর ছত্রাকনাশক ব্যবহার কররা যায়ঃ-
১। কমবি-২- ন্যাশনাল এগ্রিকেয়ার
২।সুপারসাইড ( টেবুকোনাজলসহ) -ইষ্ট ওয়েষ্ট
৩। একস্ট্রা কেয়ার-হেকেম